ঢাকা | ০৭ জানুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৮টি ফ্লাইট

প্রকাশের তারিখ: জানুয়ারী ৪, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: প্রচন্ড ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) এসব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

রবিবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ঘন কুয়াশাজনিত কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

এর মধ্যে ৬টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, ১টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
কমেন্ট বক্স