ঢাকা | ১৯ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

মোংলায় খালে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের মোংলায় একটি খাল থেকে অজ্ঞাত নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মোংলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মনপুরা ব্রিজ এলাকার খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, সকালে খালের পাড়ের একটি গাছের সঙ্গে মরদেহটি আটকে থাকতে দেখে এলাকাবাসী হতবাক হয়ে যায়। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে অন্য কোনো স্থান থেকে ফেলে দেওয়া হয়েছিল, যা পানির স্রোতে ভেসে এখানে এসে থেমেছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে শিশুটির বয়স আনুমানিক চার থেকে পাঁচ দিন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, “মরদেহটি পচে গেছে। সম্ভবত জন্মের পরপরই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
কমেন্ট বক্স