ঢাকা | ০৪ Jul ২০২৫ ইং | বঙ্গাব্দ

আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণা করা হয়েছে : ৪৪তম বিসিএস প্রার্থীরা

প্রকাশের তারিখ: Jul ৪, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : ৪৪তম বিসিএসের প্রহসনমূলক চূড়ান্ত ফলাফলের প্রতিবাদ ও পিএসসি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীরা।

শুক্রবার (০৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

৪৪তম বিসিএস প্রার্থীদের মুখপাত্র বিন ইয়ামিন মোল্লা বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার যাওয়ার জন্য তড়িঘড়ি করছে অথচ এখনো পিএসসির মতো গুরুত্বপূর্ণ জায়গার সংস্কারের ব্যাপারে তারা কথা বলছে না।

তিনি বলেন, ৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রহসন করেছে। তারা ৮০০-এর অধিক পদের পুনরাবৃত্তি করেছেন। এতে করে ৮০০ তরুণের কর্মসংস্থান নষ্ট হয়েছে, স্বপ্ন ধ্বংস হয়েছে। ৪৫তম বিসিএসে ক্যাডার রিচয়েজের সুযোগ দেওয়া হলেও ৪৪তম বিসিএসে সে সুযোগ দেওয়া হয়নি। কেন আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, আমরা কী দোষ করেছি?

বিসিএস প্রার্থী রাশেদ কবির বলেন, অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণা করেছে, আমাদের প্রতি অবিচার করা হয়েছে। তারা বিসিএসে পদ সংখ্যা না বাড়িয়ে পুনরায় একই পদে দুইবার নিয়োগ দিয়েছে।

পিএসএসি সংস্কারের জন্য ৪টি দাবি তুলে ধরেন রাশেদ কবির। দাবিগুলো হলো, সব প্রহসন বাদ দিয়ে ৪৪তম বিসিএসের রেজাল্ট পুনরায় প্রকাশ করতে হবে; নন-ক্যাডার বিধি ২৩ বাতিল এবং সম্ভব হলে ভাইভায় উত্তীর্ণ সবার চাকরির ব্যবস্থা করতে হবে; স্বচ্ছতার জন্য প্রিলি রিটেন ও ভাইবার নম্বর প্রকাশ করতে হবে এবং সব বিসিএসে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।

এ সময় দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
কমেন্ট বক্স