ঢাকা | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের ব্যাখ্যা চায় ইউজিসি

প্রকাশের তারিখ: মে ৩, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছাড়পত্র ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।

২৯ এপ্রিল ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, বিভিন্ন বিভাগে ইউজিসির অনুমোদন ছাড়া শিক্ষক নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠিতে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়, বাংলা বিভাগে ইউজিসির অনুমোদন ছাড়া বিজ্ঞাপন দিয়ে তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নৃবিজ্ঞান বিভাগে একজনের বিপরীতে তিনজন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে একজনের বিপরীতে পাঁচজন এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে তিনজনের বিপরীতে ছয়জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও প্রভাষক নিয়োগ বোর্ডের সভাপতি মো. সাজেদুল করিম বলেন, ‘নিয়োগগুলো এখনো সিন্ডিকেটে চূড়ান্ত হয়নি। আর যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। বিভাগগুলোর চাহিদার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা প্রয়োজন। আমরা ইউজিসির চিঠির উত্তর নির্ধারিত সময়ের মধ্যে পাঠাব।’
কমেন্ট বক্স