সৌরভ চ্যাটার্জী (খুলনা) : একটার পর একটা দাবি নিয়ে মানুষ রাস্তায়, দেশের মানুষের এই সব দাবি-দাওয়া কবে শেষ হবে? বাংলাদেশের সাধারণ মানুষের ভোগান্তির কি কোন শেষ নেই?
বেশ কিছুদিন আগে থেকেই ট্রেনের যাত্রীদের কাছে লিফলেট বিতরণ এর মাধ্যমে রেল কর্মচারীরা জানিয়েছিল ২৮ তারিখ থেকে ট্রেন চলাচল বন্ধ। যথারীতি আজ থেকে সারাদেশে সরকারি ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে।

টিকেট কাটা থাকলেও যাত্রীরা যেতে পারেনি ট্রেনে।বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পিকআপে যাওয়া লাগছে মানুষদের। এভাবে আর কতদিন চলবে। সরকারের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব সব বিষয়ে ঐক্যমত নিয়ে আরো সুন্দর করে দেশকে সাজানো হোক।