বাংলার প্রতিচ্ছবি : বাগেরহাটের মোংলায় ভোটের মাধ্যমে বিএনপির পৌর কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে চার জন আহত হয়েছেন। এ ছাড়া ভোট গ্রহণের শেষ পর্যায়ে ৬ নম্বর ওয়ার্ডে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনীর সদস্যদের।
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টায় তার প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি এবং তার ছেলেসহ চার জন আহত হন। পরে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা নেন তারা।
আহতরা হলেন– কামাল হোসেন (৫৪), আব্দুল আহাদ নুর (১৮), মোহাম্মদ বাহাদুর (৩২) ও মোহাম্মদ মিজান (৩০)।
এদিকে, কমিটি গঠনের লক্ষ্য ভোটের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় প্রতিপক্ষ।
ঘটনাস্থলে থাকা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির নেতা নাসির আহমেদ মালেক এ সব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এর জন্য তার দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মী দায়ী। এই ওয়ার্ডে আবার ভোট হবে।
এ বিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন বলেও জানান তিনি।