ঢাকা | ১৪ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

শ্যামনগরে কৃষক মুনসুর আলী হত্যার বিচার ও অপরিকল্পিত ইট ভাটা বন্ধের দাবীতে মানব বন্ধন

প্রকাশের তারিখ: মার্চ ৩, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর ইছাকুড় গ্রামের  কৃষক মনসুর আলী কাগুচি হত্যার বিচারর  দাবিতে ও অপরিকল্পিত হাজী ইট ভাটা  বন্ধের লক্ষে নিহতের স্বজন ও গ্রামবাসীরা মানববন্ধন,সমাবেশ ও স্বারক লিপি প্রদানের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

উক্ত মানববন্ধন থেকে বক্তারা বলেন,শ্যামনগরের ইছাকুড় গ্রামের কৃষক মুনসুর আলী কে অপরিকল্পিত ভাবে, হাজী ইট ভাটার বিদ্যুতের তারে জড়িয়ে তাকে হত্যা করে, এ ঘটনায় আমরা হাজী ইটভাটার মালিক মোস্তাক হোসেন সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করেছি,উক্ত মোস্তাক জনবসতি গ্রামের মধ্যে অপরিকল্পিত ভাবে  ইটভাটা তৈরী করে  জনজীবন অতিষ্ঠ করে তুলেছে,উক্ত ভাটা মালিক আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে তার ভাটার জায়গা প্রসারিত করতে চায়, সে কারনে গ্রামবাসীদের সে হয়রানীকরার  লক্ষে বিভিন্ন মামলা মোকদ্দমা সহ নানা ভাবে ষড়যন্ত্র  করছে। এদিকে নিহত কৃষক মুনসুর আলীর পুত্র আকবর হোসেন বলেন,আমার পিতা কে পরিকল্পিত ভাবে অবৈধ ইটভাটা মালিক ভাটার পাশে থাকা আমাদের জমিটুকু নেয়ার জন্য হত্যা করে,আমার পিতার হত্যার বিচার দাবী করছি,এঘটনায় মামলা করায় আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি,আমরা এ মানববন্ধন থেকে আমার পিতার হত্যার বিচার ও অপরিকল্পিত ইটভাটা অপসারনের দাবী করছি।

বুধবার সকালে শ্যামনগর উপজেলা সদরের মাইক্রো বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধন  ও সমাবেশে বক্তব্য রাখেন, নিহত কৃষক মুনসুর আলী কাগুচির পুত্র আকবর হোসেন,ও তার স্বজন রুমা খাতুন, মোমেনা খাতুন,গ্রামবাসী ফারুক হোসেন,বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান সহ আরো অনেকে। 
মানববন্ধন ও সমাবেশ শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করে ভুক্তভোগী পরিবার।
কমেন্ট বক্স