গিলস ডি মাস্ত্রের পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রটি প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যজগতের রহস্যময়তা তুলে ধরতে চলেছে। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যায়, অটম নামের এক স্কুলপড়ুয়া বালিকা তার বাবার সঙ্গে ছোটবেলায় বনে ঘুরতে যায়। সেখানে গিয়ে সে একটি ছোট্ট ব্ল্যাক জাগুয়ার ছানার সঙ্গে পরিচয় হয় এবং তার মায়ায় পড়ে যায়। স্কুলের ছুটি শেষ হয়ে আসায় একপর্যায়ে সে তার বাবার সঙ্গে আবার শহরে ফিরে আসে। এরপর আট বছর পর অটমের সেই জাগুয়ার ছানার কথা মনে পড়ে। এর মধ্যে সে জানতে পারে ওই বনে আর মাত্র একটি ব্ল্যাক জাগুয়ার বেঁচে আছে। তাকে রক্ষা করার জন্য মেয়েটি বনে যেতে চায় কিন্তু তার বাসা থেকে তাকে অনুমতি দিতে চায় না তার বাবা। পরে সে বাসা থেকে পালিয়ে বনে চলে যায়। এভাবেই এগোতে থাকে ছবিটির কাহিনি। এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন লুমি পোলাক, এমিলি বেট রিকার্ডস, ওয়েন চার্লস বেকারসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রকৃতি, পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে শক্তিশালী বার্তা প্রদান করতে চলেছে, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলবে বলে আশা করছেন সিনে-বিশ্লেষকরা।