ঢাকা | ১৪ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

শ্যামনগরে সাকরাইন উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: মার্চ ৩, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরা'র শ্যামনগরে সাকরাইন উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার ভেটখালী নতুন ঘেরী মুণ্ডাপাড়া সংলগ্ন মাঠে স্থানীয় মুণ্ডা সম্প্রদায়ের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে শ্যামনগর, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকার ১০০ জনও বেশি প্রতিযোগী প্রায় এক হাজার মোরগ নিয়ে অংশ নেন।

এর মধ্যে একটি মোরগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের সুবাস মণ্ডল পরপর দুইবার জয়ী হয়ে দুইটি মোরগ জিতে নেন।
 
আবার, শ্যামনগর উপজেলার নুরনগর রুবেল তিনটি মোরগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনবার পরাজিত ও একবার জয়ী হন।

ঐতিহ্যবাহী এ মোরগ লড়াই দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে।মোরগ লড়াই আয়োজক কমিটি জানান, পৌষের শেষ দিনে পিঠা পার্বন উৎসবের সঙ্গে সাকরাইন উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় প্রায় একহাজার মোরগ নিয়ে ১০০ জন প্রতিযোগী অংশ নেন।

সেই সঙ্গে মোরগের পায়ে ধারালো চাকু স্থাপনের জন্য ৫০ জনেরও বেশি বিশেষজ্ঞ উপস্থিত হয়েছিলেন।
কমেন্ট বক্স