বাংলার প্রতিচ্ছবি : হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে মহামারির কোনও শঙ্কা নেই, সীমান্তে সতর্কতা জারি করাও জরুরি নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তবে এ বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। ডা. সায়েদুর রহমান বলেন, ‘এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা কেউ সতর্কতা জানায়নি।’
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে দেশে এইচএমপিভি সংক্রমণের সবশেষ পরিস্থিতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সায়েদুর রহমান বলেন, ‘২০১৭ সালের আগে এবং ২০০১ সাল থেকেও এই ভাইরাস পাওয়া গেছে। মূলত এই ভাইরাস শনাক্তের যে চেষ্টা সেটি কখনও করা হয়নি। সাধারণ ঠান্ডা ফ্লু-তে শ্বাসতন্ত্রের যে ইনফেকশনগুলো হয়, সেখানে অনেকগুলো ভাইরাসের মধ্যে এই ভাইরাস একটি কারণ। এটি সাধারণ ফ্লু, সাত দিনের মধ্যে ভালো হয়ে যাবে। এই ভাইরাস শনাক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ কোনও আন্তর্জাতিক সংস্থা জোর দেয় না। এটাকে সাধারণ ফ্লু হিসেবেই চিকিৎসা করা হয়। কারও যদি অন্য কোনও শারীরিক জটিলতা না থাকে, সেসব রোগীর জন্য এটি একটি সাধারণ ফ্লু। সেক্ষেত্রে বলা হচ্ছে – তাদের ক্ষেত্রে এই ফ্লু জটিলতা বাড়াতে পারে।’
তিনি বলেন, ‘সাধারণ ফ্লু’র কারণ হিসেবে এই ভাইরাস সারা দুনিয়াজুড়ে শনাক্ত হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ছিল। এটিকে এখনও পর্যন্ত প্রাণঘাতী হিসেবে বলা হচ্ছে না। ভাইরাস যখন সার্কুলেশনে থাকে মিউটেশনের সম্ভাবনা থাকে। সেটি নজরদারির মধ্যে আছে। এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা কেউ সতর্কতা জানায় নাই, আমাদের যে সক্ষমতা আছে, আমরা যখন প্রয়োজন মনে হবে— তখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তা হচ্ছে— কোনও ধরনের আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি। সাধারণ চিকিৎসাই একজন চিকিৎসক এই রোগের ক্ষেত্রে করবেন।’
তিনি বলেন, ‘আমাদের বিশেষজ্ঞ কমিটি চিকিৎসা প্রটোকল নিয়ে বসবেন। যদি হালনাগাদ করা লাগে, তারা পরামর্শ দিলে করা হবে। তবে আমার মনে হয় না, খুব বেশি পরিবর্তন আসবে।’