ঢাকা | ১৪ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

মানিকগঞ্জে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ: মার্চ ২, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তনুশ্রী রায়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সহপাঠীরা।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। পরে সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এরপর জেলা পুলিশ সুপারের কাছেও একই স্মারকলিপি দেন। পরে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বিয়ের তিন মাসের মাথায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের গালমন্দ ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তনুশ্রী রায় (২১) ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

তনুশ্রীর পরিবারের দাবি, বিয়ের পর থেকে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের বনগ্রাম এলাকায় স্বামীর বাসভবন এবি ভিলা থেকে তনুশ্রীর লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা দীনবন্ধু রায় বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় নিহতের স্বামী অতনু বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
কমেন্ট বক্স