বাংলার প্রতিচ্ছবি : দেশের চিকিৎসা ব্যবস্থা ও রোগীদের স্বাস্থ্যসেবার উন্নয়নে পাবলিক হেলথ ও রোগ প্রতিরোধ সম্পর্কিত গবেষণা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম।
শনিবার (১১ জানুয়ারি) বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনভেনশন হলে ‘এবিসি অব রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিকস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, আমাদেরকে গবেষণায় আরও মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে রোগীদের চাহিদা পূরণ করতে, গবেষণা যাতে পাবলিক হেলথ ও রোগ প্রতিরোধ সম্পর্কিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো নলেজ জেনারেট করা। সে জন্য প্রয়োজন গবেষণার। মনে রাখতে হবে, চিন্তাকে স্ট্রাকচারালে রূপান্তর করাই রিসার্চ মেথোডোলজি, যা গবেষণার জন্য অপরিহার্য।
শাহিনুল আলম বলেন, অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হকের এবিসি অব রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিকস বইটিতে ২৬টি চাপ্টার রয়েছে। সারভাইভাল অ্যানালাইসিস-সহ এমন বিষয় রয়েছে, যা প্রমাণ করে বিএসএমএমইউর গবেষণা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি, এই বইটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক। মুখ্য আলোচক অধ্যাপক শুভাগত চৌধুরীর লিখিত বক্তব্য পাঠ করে শোনান রেসিডেন্ট ডা. শরিফ আল-নূর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুব মোতানাব্বী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।