ঢাকা | ১৬ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

ঐতিহ্যবাহি ঘোড় দৌড় প্রতিযোগীতা সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত করে: ফকির মাহবুব আনাম স্বপন

প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : হাফিজুর রহমান (টাঙ্গাইল প্রতিনিধি) : গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যবাহি ঘোড় দৌড় প্রতিযোগীতা গ্রামীন জনপদের ছড়ানো-ছিটানো খেলাধুলা সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত করে। এবং কী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা গ্রামীণ বাংলার আবহমান সংস্কৃতি লালন করে।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি পশ্চিম পাড়ায় রোববার(৫ জানুয়ারী) বিকেলে নব জাগরণ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নব জাগরণ সংগঠনের উপদেষ্টা কামরুল হাসান কামালের সঞ্চালনায় ও বলিভদ্র ইউনিয়ন বিএনপি’র পৃষ্টপোষকতায় শনিবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত দুই দিনব্যাপী চলে এই হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহি ঘোড় দৌড় প্রতিযোগীতা।

তিনি আরোও বলেন, এই শীতের বিকেলে কনকনে ঠান্ডার মধ্যে এই নবজাগরণ সংগঠন মানুষকে বিনোদন দেওয়ার জন্য যে আয়োজন করেছে তা নি:সন্দেহে ভালো একটা আয়োজন। শুধু তাই নয় এলাকার যুব সমাজকে নেশা ও মাদক থেকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে।

বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের মেধা ও মনন বিকশিত হয়। তরুণ প্রজন্মের ব্যক্তিত্ব গঠনে এসব খেলাধুলা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম, সম্মানিত সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠণিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন লেবু, সদস্য সচিব রাশিদুল ইসলাম প্লাবন, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী জীবন, উপজেলা যুবদলের যুব নেতা রিয়াজ আহমেদ, জাহিদুল করিম মিল্টন, বলিভদ্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সাংবাদিক পলাশ ইসলাম, নব জাগরণ সংগঠনের সভাপতি আল আমিনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘোড় দৌড় প্রতিযোগীতায় টাঙ্গাইল-জামালপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়া সওয়ারীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে  অতিথি’রা পুরুস্কার তুলে দেন।

প্রতিযোগীতা দেখতে ধনবাড়ী-মধুপুর ও পাশের জামালপুরের সরিষাবাড়ী থেকে হাজারো নারী পুরুষ ও শিশু ভিড় জমায়।
কমেন্ট বক্স