বাংলার প্রতিচ্ছবি : খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
সোমবার (৬ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নাহিদ ইসলাম বলেন, প্রবীর মিত্র বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন। ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে বাংলাদেশে তার সুখ্যাতি রয়েছে। তার মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, রবিবার (৫ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীর মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।