ঢাকা | ০৪ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

ছাত্রলীগ করার জন্য গ্রীন ইউনির্ভাসিটির রুমিতসহ ৩ শিক্ষার্থী স্থায়ী ভাবে বহিষ্কার!

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গ্রীন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমিত আয়াত সাহিদাসহ তিন শিক্ষার্থীকে গ্রীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।

প্রকাশের তারিখ: মার্চ ৬, ২০২৫ ইং

রুমিত আয়াত সাহিদা ছবির ক্যাপশন: রুমিত আয়াত সাহিদা
ad728

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গ্রীন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমিত আয়াত সাহিদাসহ তিন শিক্ষার্থীকে গ্রীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং এ কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ হয়েছে। তবে ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘটনাকে অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করা হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, শিক্ষার্থীদের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে এবং এমন সিদ্ধান্ত শিক্ষার পরিবেশের জন্য হুমকি।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে অন্যতম রুমিত আয়াত সাহিদা বলেন, “ছাত্র রাজনীতি করতে গিয়ে এমন শাস্তি পেতে হবে, তা কখনো কল্পনা করিনি। আমাদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ নেই। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে এ ধরনের শাস্তি গ্রহণযোগ্য নয়।”

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে অনেকে ছাত্র রাজনীতির কণ্ঠরোধের চেষ্টা বলে মনে করছেন।


কমেন্ট বক্স