ঢাকা | ১২ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

ময়মনসিংহে ধর্মঘট প্রত্যাহার, সকাল থেকে চলবে বাস

প্রকাশের তারিখ: অক্টোবর ১২, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : ময়মনসিংহে রোববার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে চলা বাস ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকেই ঢাকাসহ সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করবে।

জনভোগান্তির কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে এক সভা শেষে রাত ৯টায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, সোমবার সকাল থেকে সব বাসই চলবে এবং বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি করা হয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে।

এর আগে, গত ১০ অক্টোবর ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে, সেই পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ১৬টি বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। শনিবার পাল্টা অবরোধ কর্মসূচি দেয় শ্রমিকরা। পরে ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন। এর প্রতিবাদে রোববার সকাল থেকে বন্ধ করে দেয়া হয় বিভাগের সব জেলার ঢাকাগামী বাস। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
কমেন্ট বক্স