ঢাকা | ১২ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

খুলনায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযান, ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ: অক্টোবর ১২, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : খুলনা বিভাগে বিভিন্ন বাজারে অভিযানে চালিয়ে ১৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (১২ অক্টোবর) খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলায় ১০টি দল এ অভিযান পরিচালনা করে।

বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর বাজারে অভিযান চালিয়ে সোহেল এন্টারপ্রাইজকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৫ হাজার টাকা এবং প্রিয়দর্শিনীকে যথাযথ পণ্য সরবরাহে ব্যর্থতার কারণে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই জেলায় খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে স্পাইসি কিং নামে দোকানটি মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে ৫ হাজার টাকা জরিমানার মুখে পড়েছে।

খুলনার রংপুর ও থুকড়া বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে অভিযান চালিয়ে জননী মিষ্টান্ন ভাণ্ডারকে এক হাজার, অদৃজা মিষ্টান্ন ভাণ্ডারকে তিন হাজার এবং পূর্ণিমা মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার টাকা জরিমানা করে মোট ৬ হাজার টাকা আদায় করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার শত্রুজীৎপুর বাজারে অভিযান করে মেসার্স জুনায়েদ বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদনের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার রেলগেট বাজারে পান্না ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে চার হাজার টাকা, এবং বন্ধু ফার্মেসিকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে দৌলতপুর উপজেলার মহিষাকুণ্ডি বাজারে নজরুল স্টোরকে পণ্যের মোড়ক ঠিকমত ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে কড়াকড়ি দেখিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে চিতলমারী বাজারে অভিযানে উত্তরা বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা এবং সোহাগ পোলট্রি অ্যান্ড ফিশ ফিডকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের কারণে ৫০০ টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে লাবনী মোড় বাজারে অভিযান চালিয়ে মেসার্স খালেদা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে শৈলকূপার গাড়াগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মেসার্স তৌফিক ট্রেডার্সকে বাজারে বেশি দাম ধার্য করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে বদরগঞ্জ বাজারে ভাই ভাই ট্রেডার্সকে বেশি দাম ধার্য করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করেছেন যে, পণ্য বিক্রয়ে মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে দৃশ্যমান স্থানে রাখতে হবে, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করতে হবে এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করা হবে; এসব নিয়ম ভাঙলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স