প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্রে সজ্জিত হয়ে হাজারো নেতাকর্মী যোগ দেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে, স্লোগান ও করতালির মাধ্যমে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ প্রকাশ করেন। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

পরে উপজেলা মোড়ে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শিপন মুন্সী, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেয়ামত আলী খান, যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুবদলের সদস্য সচিব মো. হুসাইন, ছাত্রদলের সাবেক সভাপতি এলাহী মোল্লা এবং চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজের (অ্যাডহক) কমিটির সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রুনা গাজী প্রমুখ।
শোভাযাত্রায় বিএনপির মূল দল ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাতী দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এছাড়া উপজেলার সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।