প্রিন্স মণ্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষাধিক নগদ টাকা ও বিপুল পরিমাণ গাঁজাসহ এক চিহ্নিত নারী মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার মচন্দপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান, রাত ১০টা ৫৫ মিনিটে গোপন একটি তথ্যের ভিত্তিতে চিতলমারী থানার একটি বিশেষ দল এবং বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জয় মণ্ডলের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি চালানো হয় মচন্দপুর গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে আবেদ আলী শেখ (৪৫) এর বসতবাড়িতে। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই আবেদ আলী, তার সহযোগী জীবন শেখ (পিতা: হাসু শেখ) সহ আরও কয়েকজন পালিয়ে যায়। তবে বাড়িতে থাকা আবেদ আলীর স্ত্রী সোনাই বেগম (৩৬), যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে স্থানীয়দের কাছে পরিচিত, তাকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
আটকের সময় সোনাই বেগমের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে পুলিশ ২৫০ গ্রাম গাঁজা এবং নগদ ৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এই অর্থ মাদক বিক্রির মাধ্যমে উপার্জিত।
পুলিশ জানায়, সোনাই বেগম ও তার স্বামী আবেদ আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। অবশেষে পুলিশের এই অভিযান তাদের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা দিয়েছে।
ঘটনার বিষয়ে ওসি এস.এম. শাহাদাৎ হোসেন বলেন, "আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোনাই বেগমকে গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৫, তারিখ: ১৩.০৭.২৫)। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"
এ বিষয়ে পুলিশ আরও জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।