ঢাকা | ২৮ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

রেজিস্ট্রারের অপসারণের দাবিতে উত্তাল বরিশল বিশ্ববিদ্যালয়, কুশপুত্তলিকা দাহ

প্রকাশের তারিখ: এপ্রিল ২৭, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আজ রবিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ববি রেজিস্ট্রারের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা দাহ করে ফ্যাসিবাদ বিরোধি শিক্ষার্থীরা। এর আগে প্রশাসনে অনিয়ম নিয়ে ৪ দফা দাবি পেশ করেন তারা। ২ দিনের আল্টিমেটাম পার হতেই রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি দেয় বিশ্ববিদ্যালয়েটির ফ্যাসিবাদ বিরোধি শিক্ষার্থীরা।

রেজিস্ট্রারের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরসহ অতীতে নারী কেলেঙ্কারির অভিযোগ এনে অপসারণের দাবি তোলেন। আন্দোলন শেষে সাড়ে বারোটায় রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অফিসের কর্মকর্তাদের বের হয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।

গত ১ সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উত্তাল পরিস্থিতি। কখনো প্রশাসনের বিরুদ্ধে ৪ দফা, কখনো ভিসি শুচিতা শরমিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যায়ে ফ্যাসিবাদ পূর্নবাসনের অভিযোগের জেরে ক্যাম্পাস হয়ে উঠেছে অস্থীতিশীল।

এ বিষয়ে বৈষম্য বিরোধি ছাত্রআন্দলনের আহবায়ক রাকিব বলেন, 'বিশ্ববিদ্যালয় ফ্যাসিষ্ট পূর্নবাসন হচ্ছে সেটা সাধারণ শিক্ষার্থীর কাছে পরিস্কার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, "আমরা ৪ দফা দাবিতে ১ সপ্তাহ ধরে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তাই আমরা পূর্ব নির্ধারিত কঠোর কর্মসূচির আলোকে রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়েছি। আমরা ০৪ দফা দাবি ভিসি ও প্রোভিসির দপ্তরে পাঠাবো। কোনো সাড়া না পেলে আন্দোলন আরো তীব্র হবে।"

এই বিষয়ে জানতে উপপাচার্য ড.শুচিতা শরমিনকে একাধিকবারর ফোন করেও পাওয়া যায়নি। উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী বলেন "উপাচার্য আসলে তার সাথে আলোচনা করে ছাত্রদের সমস্যা সমাধান করা হবে। ছাত্ররা কি চায় তা শোনা হবে ও সমাধান করা হবে।"

কমেন্ট বক্স