বাংলার প্রতিচ্ছবি : দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে মালদ্বীপের একজন সাবেক উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, মালয়েশিয়ার সাবেক একজন মন্ত্রী, কাতারের রাজ পরিবারের সদস্য, শীর্ষ ব্যাংকার এবং বেশ কয়েকজন ধনাঢ্য অনাবাসী বাংলাদেশির মতো উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা এবং সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো।’
তিনি বলেন,‘আমরা বিশ্বের একটি শীর্ষ উৎপাদনকারী দেশ হতে চাই, আমাদের সরকার এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করছে।’
বিনিয়োগকারীরা উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং পর্যটনের মতো খাত কক্সবাজারে বিশেষ করে হোটেল-মোটেল এলাকায় সুযোগ অন্বেষণে আগ্রহ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসার জন্য উৎসাহিত করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।