বাংলার প্রতিচ্ছবি : শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, ৬ দফা দাবিতে আমাদের আন্দোলন চলছিল। এর যৌক্তিকতা বিবেচনায় নিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সচিবালয়ে এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে।
তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে ও রূপরেখা প্রণয়নে ৩ সপ্তাহ সময় চেয়েছে। এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তবে দাবি নিয়ে গড়িমসি করা হলে আমরা আন্দোলন বেগবান করতে বাধ্য হবো।