বাংলার প্রতিচ্ছবি : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের সময় পূর্বপরিকল্পিতভাবে বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২টায় গাছা থানায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম। রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।
গ্রেফতাররা হলেন- সিয়াম খান (অনিক), শিমুল আহাম্মেদ শাওন, শাহীন ও জয়নাল আবেদীন।
পুলিশ জানায়, গাজীপুরের বোর্ডবাজার এলাকার বাটা শোরুমের ম্যানেজার তাসলিম বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই যৌথবাহিনী সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম জানান, সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ইসরাইলি আগ্রাসনবিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, পরে এ ঘটনার ভিডিওফুটেজ বিশ্লেষণ করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ ও সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ওই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনায় সরাসরি জড়িত, উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।