কে এম মাহামুদুল হক (মোল্লাহাট প্রতিনিধি) : বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ৭ নং আটজুড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের উপর নির্মম ও পৈশাচিক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মোল্লাহাট উপজেলা বিএনপি।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শফিকুল ইসলামের উপর যে অমানবিক হামলা চালানো হয়েছে তা শুধু একটি ব্যক্তির উপর নয়, বরং পুরো বিএনপির উপর একটি পরিকল্পিত সন্ত্রাসী আঘাত। তারা অবিলম্বে হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপি নেতা শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র নির্মমভাবে হামলা চালায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।