ঢাকা | ০৪ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

এসএসসি ১৯৯৪ ব্যাচ, শহীদ স্মৃতি স্কুল মধুপুর এর ইদ পুনর্মিলনী ও মিলন মেলা ২০২৫ উদযাপন

প্রকাশের তারিখ: এপ্রিল ৪, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি :  “এসএসসি ১৯৯৪ ব্যাচ মধুপুর” এর ইদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও ২/০৪/২০২৫ তারিখ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝলই কটেজ, টেলকি, মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠানটি পালন করা হয়েছে। 

এই অনুষ্ঠানে এসএসসি ১৯৯৪ ব্যাচ মধুপুর শিক্ষার্থীগন স্বপরিবারে উপস্থিত থেকে সম্পুর্ন আয়োজনটি একটি পারিবারিক মিলন মেলায় পরিনত করেন। এখানে প্রায় দুইশত জনের মত উপস্থিত হন। নাচ, গান, কবিতা আবৃতি ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অয়োজনটি শেষ হয়।
 
এবছর উক্ত অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক, দক্ষ সংগঠক, ঢাকা জজ কোর্টের খ্যাতনামা এ্যাডভোকেট শামীম আল মেহেদী বলেন " আমাদের সব বন্ধুদের একসাথে একত্রিত করার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ দিন পর বন্ধু ও বন্ধুদের পরিবারের সাথে মিলিত হয়ে একে অপরের খোঁজ খবর নিতে পারি এবং সবার সাথে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় ও  হৃদ্যতাপূর্ণ হয়। এই আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে চেষ্টা করেছি সম্পুর্ন অনুষ্ঠানটি সুন্দর করে তোলার এবং আগামী বছর গুলোতে এই চেষ্টা অব্যহত থাকবে।"

 এখানে উপস্থিত ১৯৯৪ মধুপুর ব্যাচের সবচেয়ে সৎ, মেধাবী ছাত্র বর্তমানে সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলার প্রতিচ্ছবির উপদেষ্টা ইঞ্জি: মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, আজ ঢাকা থেকে স্বপরিবারে আমি এই অনুষ্ঠানের অংশ গ্রহন করার জন্য আসছি। এই অয়োজনটি আমাদের অন্যতম একটি অনুভুতির জায়গা। এই দিনে আমরা যেন আবার আমাদের স্কুল জীবনের বিভিন্ন স্মৃতি ফিরে পাই। অত্যন্ত আবেগ, অনুভুতি ও ভালবাসার একটি নিদর্শন এই আয়োজন। এছাড়া একে অপরের পরিবারের সাথে পরিচিত হয়ে কুশল বিনিময়ের সুযোগ সৃষ্টি হয় এখানে। আমি এই অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি।

উপস্থিত সবাই অনুষ্ঠানের  মিডিয়া পার্টনার হিসেবে " দৈনিক বাংলার প্রতিচ্ছবি " পত্রিকাকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান।

কমেন্ট বক্স