ঢাকা ০৫:১৬:৫৫ পিএম | ০৬ এপ্রিল ২০২৫ ইং | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে “ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার মধুপুর” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: 29/03/2025

প্রকাশের তারিখ: এপ্রিল ১, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রকাশের তারিখ:  29/03/2025

বাংলার প্রতিচ্ছবি: আজ টাঙ্গাইলের মধুপুরে ‍‍“ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার মধুপুর” এর ইফতার ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে। বিগত রমজানমাস গুলোর ধারাবাহিকতায় চলতি রমজানে ২৯/০৩/২০২৫ইং শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার মধুপুর পরিবার এর উদ্যোগে মধুপুরের মধ্যে অন্যতম মধুবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 

এই অনুষ্ঠানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুপুরস্থ প্রাক্তন ও বর্তমান  শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দলমত নির্বিশেষে প্রাক্তন ও বর্তমান  শিক্ষার্থীগণ ভালবাসার টানে একত্রিত হয়ে ছিল সবাই।

উক্ত অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেন সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও সাবেক এম পি (মধুপুর-ধনবাড়ী) খন্দকার আনোয়ারুল হক। তিনি তার বতৃতায় বিভিন্ন দিক নির্দেশনা সহ এই পরিবার কিভাবে শুধু ইফতার ও গতানুগতিক আলোচনায় সীমাবদ্ধ না রেখে পশ্চাৎপদ, অবহেলিত, নেতৃত্ববিহীন মধুপুরের আর্থ সামাজিক উন্নয়নে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে কর্ম ও উৎপাদনমূখী কার্যক্রমে  সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আলোক পাত করেন।

এই পরিবারের অন্যতম সদস্য এবং দৈনিক বাংলার প্রতিচ্ছবির প্রকাশক ফারুক শিকদার বলেন, দীর্ঘ দিন ধরে মধুপুরস্থ ঢাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই আয়োজনটি করে আসছি। বিভিন্ন ব্যস্ততা রেখে আসরা এই দিনে সবাই একত্রিত হই। বছরের এই দিনটি আমাদের জীবনের একটি অবিছেদ্দ্য অংশ হয়ে উঠেছে। আমরা সবাই মিলে এই সংগঠনটিকে আরো বড়পরিসরে নিয়ে এই অঞ্চলের অবহেলিত মানুষের জন্য কাজ করার জন্য পরিকল্পনা নিচ্ছি।

সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি অন্যরকম মিলন মেলাতে পরিনত হয়। 

কমেন্ট বক্স