ঢাকা ১২:৫৪:১০ এএম | ০৭ এপ্রিল ২০২৫ ইং | ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জাগো নারী

কবি- শিউলী মজুমদার

প্রকাশের তারিখ: মার্চ ২৭, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
জাগো নারী 

 কবি-  শিউলী মজুমদার 


চতুর্দিকে শুনি তব আজ
 ধর্ষিতার করুন আর্তনাদ। 
কুমিল্লার তনু,মাগুরার আছিয়া
চতুর্থ বল অষ্টম বল বাদ যায়না
ছয় বছরের নিষ্পাপ শিশুকন্যা।
আজ পিতার দ্বারা কন্যা ধর্ষিতা 
তবে কোথায় নিরাপত্তা?
ঘরে নেই -বাইরে নেই-
নারীশূন্য গোটা পৃথিবীটাই চাই? 
ভেবে দেখেছো কি, নারী ছাড়া তোমার অস্তিত্ব কোথায়?
যে জঠরে তোমার জন্ম
সেই জঠরেই পদাঘাত কর!
ধিক তোমাতে শত ধিক জানাই
ঘৃনার ভাষা খুঁজে নাহি পাই।
আত্মীয় দ্বারা হচ্ছে ধর্ষণ 
স্বজন দ্বারা ইভটিজিং 
ঘরে লাঞ্ছনা বাইরে গঞ্জনা 
অবশেষে মৃত্যুর দুয়ার খোলা। 
মুখে বলা শুধু মায়ের জাত
আসলে সবই শুভংকরের ফাঁক। 
আর নয় লাঞ্ছনা - আার নয় বঞ্চনা 
ওঠো - জাগো - প্রতিবাদী হও।
আত্মদানে বলীদান না হয়ে 
আত্মরক্ষায় বলীয়ান হও।
শক্ত হাতে খরগ ধর
পেশিতে জোগাও বল
আপন সম্মান আপনি বাঁচাতে 
এগিয়ে আসতে হবে আজ।
ওরা পুরুষ নয়,কাপুরুষের দল
পশুর চেয়েও অধম এরা
নেই জাতি কুল মান। 
ধর্ষিতা মরে কুকরে -ডুকরে 
ধর্ষক সদর্পে ঘোরাফেরা করে 
উপযুক্ত বিচার হলে না পরে
দেশটাই চলে যাবে রসাতল।।
কমেন্ট বক্স