ঢাকা | ১৪ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

শ্যামনগরে ভারতীয় মালামাল সহ তিন অনুপ্রবেশকারী নারী আটক

প্রকাশের তারিখ: মার্চ ১৫, ২০২৫ ইং

শ্যামনগরে ভারতীয় মালামাল সহ তিন নারী অনুপ্রবেশকারী আটক। ছবির ক্যাপশন: শ্যামনগরে ভারতীয় মালামাল সহ তিন নারী অনুপ্রবেশকারী আটক।
ad728
শেখ নাজমুল হাসান (শ্যামনগর প্রতিনিধি) :  সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফঁাকি দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় মালামাল সহ তিন নারী অনুপ্রবেশকারীকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। গত শুক্রবার সন্ধা ৬টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম উল হকের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এসময় কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন নারীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। 

আটককৃত তিন নারী হলেন- শাহনেওয়াজ বেগম (৩৯), রোজিনা খান (২৬) এবং মোছাঃ জুলি (২৮)। জিজ্ঞাসাবাদে শাহনেওয়াজ বেগম ভারতের গুজরাট এবং রোজিনা ও জুলি বেঙ্গালুরুতে বসবাস করতেন জানান। তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম উল হক বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের এবং জব্দকৃত মালামালসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে তিনি জানান। 

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন করিব মোল্লা বলেন, ভারতীয় মালামাল সহ ওই নারীকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। 
কমেন্ট বক্স