ঢাকা | ১৫ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

ধর্ষণের বিরুদ্ধে শহিদ আবু সাঈদ গেটের সামনে প্রতিবাদ ও মশাল মিছিল

প্রকাশের তারিখ: মার্চ ১১, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতের এ কর্মসূচিতে অন্তত শতাধিক নারী-পুরুষ অংশ নেন। 

মশাল মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যমুনা ফিউচার পার্কের আবু সাঈদ গেটের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

এ সময় তারা ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো’, ‘সবাই একসঙ্গে আওয়াজ তুলুন-ধর্ষণমুক্ত সমাজ গড়ুন’ ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকের চামড়া, তুলে নেব আমরা’, ‘আমরা সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকের ফাঁসি দে’, ‘ধর্ষকের পাহারাদার হুঁশিয়ার সাবধান’, ইত্যাদি স্লোগান দেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। তবে শনিবার মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ক্ষোভে ফুঁসে উঠে সারাদেশ। এ ঘটনার বিচার দাবিতে সোচ্চার হয় দেশবাসী। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণের বিচার ও নারী সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা। রাজপথে নেমেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। 
কমেন্ট বক্স