ঢাকা | ১৫ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার: ডা. ইরান

প্রকাশের তারিখ: মার্চ ৭, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘মাহে রমজানে অন্তর্বর্তীকালীন সরকার চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপণের মূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে। গ্যাস সংকটে নাজেহাল জনগণ। শুধু বিলের বোঝা টানছে।’

‘বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন দায়িত্ব নেওয়ার শুরুতেই সয়াবিন তেলের কালোবাজারি সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে প্রতি লিটারে ৮ টাকা মূল্যবৃদ্ধি করেছেন। রমজান উপলক্ষে নতুন করে সয়াবিনের সংকট সৃষ্টি করে কালোবাজারি সিন্ডিকেট জনদুর্ভোগ আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে।’

শুক্রবার দলীয় কার্যালয়ে পল্টন থানা লেবার পার্টির আলোচনা সভা ও ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. ইরান বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দ্রব্যমূল্য এখনো কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ  করছে।দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধবিত্ত শ্রেণি সর্বহারা শ্রেণিতে পরিণত হয়েছে। একদিকে কৃষক ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদিত ফসল খেতে খামারে ধ্বংস করতে বাধ্য হচ্ছে আবার ভোক্তারা মধ্যস্বত্বভোগীদের কারণে চড়াদামে কিনতে বাধ্য হচ্ছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।তাই লুটপাট অর্থপাচারকারী ও সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে হলে শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।’

পল্টন থানা লেবার পার্টির আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য দেন- লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহমান খোকন, মোহাম্মদ রুম্মান সিকদার, হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, মহানগর লেবার পার্টির সহ-সভাপতি মো. মাসুদ আলম পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মো. এনামুল হক আকন্দ, মহানগর সদস্য ডা. ইউসুফ উল্ল্যাহ পাটোয়ারী, ছাত্র মিশন সহ-সভাপতি মো. শুভ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাসনাত, মো. সাদ্দাম হোসেন, দক্ষিণের আহ্বায়ক রায়হান উদ্দিন সনি, পল্টন থানা লেবার পার্টির সহ-সভাপতি সৈয়দ মো. আব্দুল আজিজ, সৈয়দ মো. মিথুন প্রমুখ।
কমেন্ট বক্স