বাংলার প্রতিচ্ছবি : গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে চলমান বিশ্ব ইজতেমায় এবারও ছিল যৌতুকবিহীন বিয়ের আয়োজন। প্রথম পর্বের ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকালে আসরের নামাজের পর মূল বয়ান মঞ্চ থেকে ৬৩ যুগলের বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়ান ভারতের দিল্লির মাওলানা যুহাইরুল ইসলাম।
বিয়ে পড়ানো শেষে ভারতের এই মাওলানা সব দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করে মোনাজাত করেন। শেষে মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা ও মিষ্টি বিতরণ করা হয়।
শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘প্রতিবারের মতো এবারও ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে মোহরে ফাতেমি (হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর) অনুসারে এসব বিয়ে সম্পন্ন করা হয়।’
এদিন বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে খুতবা পাঠ করা হয়। খুতবা শেষে ওসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থী হিসেবে পরিচিতরা।
তিন দিনব্যাপী ইজতেমার প্রথম পর্ব রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এদিন বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান করবেন। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। বাংলাদেশের মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।