ঢাকা | ১৪ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

শনিবার শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব

প্রকাশের তারিখ: মার্চ ৪, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : ‘স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা’-এই প্রতিপাদ্য সামনে আগামী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে ‘জাতীয় কবিতা উৎসব-২০২৫’ শুরু হবে। দুদিনের এই উৎসবের উদ্বোধন করবেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে কবিতা উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি তুলে ধরেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পহেলা ফেব্রুয়ারি সকাল ৯ টায় উৎসব চত্বর থেকে উৎসব-র‌্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, কবি কাজী নজরুল ইসলাম, পটুয়া কামরুল হাসানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এরপর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং মূল আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক ড. সলিমুল্লাহ খান।

অনুষ্ঠানের দু’দিনেই নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা ও আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, গান, নৃত্য, সেমিনার থাকবে।
কমেন্ট বক্স