Saturday, September 21, 2024
Google search engine
Homeজাতীয়ভিসা নীতি নিয়ে রেনা বিটারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

ভিসা নীতি নিয়ে রেনা বিটারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

বাংলার প্রতিচ্ছবি । ০১ অক্টোবর ২০২৩ !! ১৫:৩৫

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব খুরশেদ আলম। তবে বাংলাদেশি শিক্ষার্থীরা যেন সহজেই ভিসা পান, এটা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব আজ রোববার তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। গতকাল শনিবার বিকেলে মার্কিন কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার ছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক উপসহকারী মন্ত্রী জেনিন উইন সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনার পর খুরশেদ আলম বলেন, কনস্যুলারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা (রেনা বিটারের সঙ্গে) হয়েছে। ভিসা নীতি নিয়ে কোনো আলাপ–আলোচনা হয়নি। তাঁরাও তোলেননি। তিনি বলেন, ‘আমাদের কিছু বিষয় ছিল, যেমন আমাদের ছাত্ররা ঠিকমতো ভিসা পায় না। আমাদের যারা ধরেন, আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন, মানে যারা বাংলাদেশি বংশোদ্ভূত, তাদের ভিসা পেতে সমস্যা হয়, সেই বিষয়গুলো তুলে ধরেছি। তাঁরা বলেছেন, এ বিষয়গুলো বিবেচনা করবেন। তারা (যুক্তরাষ্ট্র) ভিসা ইস্যুর সময় (ভিসার মেয়াদ) কমিয়ে এনেছে, আগে যেটা অনেক বেশি ছিল, সেটা এখন ছয় মাসের মধ্যে এনেছে।’

এক প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, তাঁরা (মার্কিন মন্ত্রী) নিয়মিত সফরের অংশ হিসেবে এসেছেন, বিশেষ কোনো কারণে আসেননি।

উপসহকারী মন্ত্রী জেনিন উইনের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে খুরশেদ আলম বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। তাদের এ বিষয়ে একটি উদ্বেগ আছে। তারা রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসন চায়। এতে আমাদেরও কোনো দ্বিমত নেই। কিন্তু এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় যে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে অত্যাচার থেকে রক্ষা করেছেন। এতে আমরা বড় ধরনের কোনো ভুল করে ফেলেছি।’

এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ভিসা প্রসঙ্গে তাঁরা (মার্কিন মন্ত্রী) জানিয়েছেন, কোভিডের পর তাঁদের কিছু সমস্যা ছিল, সেটা কাটিয়ে উঠেছেন। এখন ছয় মাসের মধ্যেই ভিসা দেওয়ার চেষ্টা করবেন।

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কোনো উদ্বেগ জানিয়েছেন কি না, জানতে চাইলে মো. খুরশেদ আলম বলেন, ‘না, এ বিষয়ে উদ্বেগ জানানোর কিছু নেই। তারা যদি করতে চায় সেটা…।’ নতুন থ্রি সি ভিসা নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘এ নিয়ে আলোচনা হয়নি। এ বিষয়ে আপনাদের উৎসাহ থাকতে পারে, আমাদের নেই।’

প্রসঙ্গত, মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বাংলাদেশ সফরে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments