Saturday, September 21, 2024
Google search engine
Homeদেশঢাকাআগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

‘অনিবার্য কারণবশত’ আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। মতিঝিলগামী যাত্রীরা এসে নামছেন আগারগাঁও স্টেশনে। হঠাৎ করে এতো যাত্রীর চাপ নিতে পারছে না এই রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো। দীর্ঘক্ষণ ধরে তাই যাত্রীদের রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে কর্মস্থলে যাওয়ার পরিবহনের জন্য।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁও মেট্রো স্টেশনের আশপাশ ঘুরে দেখা যায়, মেট্রোরেল বন্ধের পর থেকে যাত্রীদের চাপ বেড়েছে সড়কে। গন্তব্যে যাওয়ার যানবাহন না পেয়ে স্টেশনের নিচে, রাস্তার পাশের ফুটপাতে, সড়ক বিভাজকে অপেক্ষা করছেন যাত্রীরা। এদিকে কিছুক্ষণ পর পর মেট্রোরেলের যাত্রীরা আগারগাঁও স্টেশনে এসে নামছেন। এতে রাস্তায় মানুষের সংখ্যা বাড়ছেই। এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) এমন চিত্র দেখা গেছে।

কিছুক্ষণ পরপর এসে থামছে মেট্রোরেল, সড়কে বাড়ছে যাত্রী চাপ

সকাল সোয়া ১১টার দিকে কথা হয় আরিফুল ইসলাম নামের মেট্রোরেলের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় মেট্রোরেল থেকে আগারগাঁওয়ে নেমেছি। এখনও বাসে উঠতে পারিনি, আমি যাবো তেজগাঁওয়ে। বাইক রাইডের জন্য কল করেছি বেশ কয়েকবার, ওরাও রাইড ক্যান্সেল করে দিচ্ছে। এখন দেখি শেওড়াপাড়া গিয়ে সেখান থেকে বাসে উঠতে পারি কিনা।

পল্লবী থেকে পল্টন যাবেন সালমান সিদ্দিকী। তিনি বলেন, ‘কী যে এক সমস্যায় পড়লাম। আগে যদি জানতাম মেট্রো এই পর্যন্ত যাবে, তাহলে সেখান থেকেই বাসে চলে যেতাম। এখন আরও সময় নষ্ট হচ্ছে। এতো মানুষ, বাসে দাঁড়ানোরও কোনও জায়গা নেই।’

হাবিবুর রহমান নামের এক মেট্রো যাত্রী বলেন, ‘আরামের জন্য মেট্রোতে উঠেছিলাম। বাসে সিট ফাঁকা থাকলেও উঠিনি। এসির বাতাসে যাবো বলেই মেট্রোতে উঠেছি। কিন্তু এখন মনে হচ্ছে আমার বাসই ভালো ছিল।’

সুরাইয়া বেগমের অফিস কারওয়ান বাজার। দাঁড়িয়ে ছিলেন আগারগাঁওয়ের ফুটপাতে। তিনি বলেন, ‘আমি এসেছি উত্তরা থেকে। প্রতিদিন মেট্রোতে করেই অফিস যাতায়াত করি। তাই আমি জানি আমার যেতে কত সময় লাগে, সে হিসেবেই বের হই। কিন্তু আজতো সব ওলট-পালট হয়ে গেলো। অফিসে ঢোকার টাইম শেষ হয়েছেও আধা ঘণ্টার উপরে হয়ে গেলো। বাস-সিএনজি কিছুই পাচ্ছি না।’

বাসগুলোতে দাঁড়িয়ে যাওয়ার জায়গা পাচ্ছেন না যাত্রীরা

রাকিব নামের এক যাত্রী মেট্রোরেল থেকে নেমে বলেন, ‘মতিঝিল স্টেশনে থামার পর মেট্রোরেলের লাউড স্পিকারে যে কথাগুলো বলে আজ সেগুলো বলছে আগারগাঁও এসেই। তার মানে মেট্রোরেলের যাত্রা আগারগাঁওয়েই শেষ। এখানে যাত্রা শেষ হয়ে তো আজ বিপদে পড়লাম। যাবো মতিঝিল নামলাম আগারগাঁওয়ে; এখন বাসও পাই না। বাসে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই। আজকের সব কাজ মাটি হয়ে গেলো।’

এদিকে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ প্রসঙ্গে ডিএমটিসিএল এর পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘ওই পথে ভালো (বড়) রকমের একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments