Saturday, September 21, 2024
Google search engine
Homeচাকরির খবরনিয়োগ বিজ্ঞপ্তি: এসএসসি পাসে বিজিবি তে সিপাহি নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি: এসএসসি পাসে বিজিবি তে সিপাহি নিয়োগ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এ বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে ১০৩তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী উভয় প্রার্থী নেওয়া হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনগ্রহণ চলবে ১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর।

শারীরিক যোগ্যতা
উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
ওজন: পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭৩ কেজি।
বুকের মাপ: পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। অন্যদিকে নারীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে।
দৃষ্টিশক্তি: ৬/৬।

আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা https://joinborderguard.bgb.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পরীক্ষার সময় অবশ্যই যা সংগে আনতে হবে:
ক. এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (যা প্রযোজ্য)।
খ. সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানপাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।
গ. অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত থাকবে।
ঘ. ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।
ঙ. চারিত্রিক সনদপত্র (১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার স্বাক্ষরিত)।
চ. সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ (এগার) কপি পাসপোর্ট সাইজের ছবি (০১ কপি ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)
ছ. ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।
জ. জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

আবেদন ফি: ১০০ টাকা

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments