Saturday, September 21, 2024
Google search engine
Homeপ্রধান সংবাদ১০ হাজার টাকা দাম বাড়লো সোনার স্মারক মুদ্রার

১০ হাজার টাকা দাম বাড়লো সোনার স্মারক মুদ্রার

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে সোনার দাম। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হচ্ছে ০১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ১০ হাজার টাকা করে বাড়িয়ে ০১ লাখ ১৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ০১ লাখ ৫ হাজার টাকা।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কার‌ণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ দাম রবিবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের এসব স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য এক লাখ ১৫ হাজার হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ১৬ জুলাই বাংলা‌দেশ ব্যাংক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দেয়, যা ১৮ জুলাই থেকে কার্যকর হয়েছিল।

এছাড়া, বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ‘রজতজয়ন্তী-১৯৯৬’, ‘বাংলাদেশ ব্যাংক রজতজয়ন্তী-১৯৯৬’, ‘বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮’, ‘বাংলাদেশের ৪০তম বিজয়বার্ষিকী’, ‘বিদ্রোহী কবিতার ৯০ বৎসর’, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১’, ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-বাংলাদেশ ২০১১’, ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ’, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ এবং ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি’র মুদ্রা রয়েছে। এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম প্রতিটি ছয় হাজার টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments