Sunday, September 22, 2024
Google search engine
Homeজাতীয়পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ দুদকের চেয়ারম্যানকে

পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ দুদকের চেয়ারম্যানকে

দায়িত্ব পালনে অবহেলাসহ নানা অভিযোগে পদত্যাগের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এমাজ উদ্দিন মজুমদার নামে এক ব্যক্তি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাকোট গ্রামের বাসিন্দা এমাজ উদ্দিন মজুমদারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এম এম বিল্লাহ মঙ্গলবার (২০ আগস্ট) এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈন আবদুল্লাহকে উদ্দেশ করে বলা হয়, ‘আপনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের (দুদক) বর্তমান চেয়ারম্যান। আপনি দায়িত্বে থাকার সময়ে আপনার দায়িত্ব পালনে অবহেলা করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে।’

নোটিশে বলা হয়, ‘২০২১ সালের মার্চ মাস থেকে স্বৈরশাসক শেখ হাসিনা আপনাকে নিয়োগ দিয়েছেন। আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আসার পর সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতিবাজদের বিশেষ সুবিধা দিয়েছেন। পক্ষান্তরে দুর্নীতি দমনের নামে ভিন্ন দল ও মতের মানুষদের হয়রানি করেছেন। সরকারের পৃষ্ঠপোষক দুর্নীতিবাজদের বাদ দিয়ে চুনোপুঁটি ধরতে ব্যস্ত থেকেছেন, যার অন্যতম উদাহরণ হলো— আলোচিত কোনও একটি অভিযোগের বিরুদ্ধে আপনার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। যেমন- পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ইস্যুতে পদক্ষেপ নেওয়াতে গড়িমসি করা, এস আলম গ্রুপের দুর্নীতি ইস্যুতে রহস্যজনক আচরণ, লোটাস কামাল ইস্যু ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুর্নীতি ইস্যুসহ উল্লেখযোগ্য আরও অনেক দুর্নীতির অভিযোগে তদন্ত ও যথাযথ পদক্ষেপ নিতে আপনার ভূমিকা প্রশ্নবিদ্ধ।’

অপরদিকে, ‘সারা বিশ্বে সম্মানিত ব্যাক্তিত্ব ও আমাদের ছাত্র-জনতার গণঅভ্যুথানের বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকারের আজ্ঞাবহ হয়ে একজন সম্মানীয় ব্যাক্তিকে চরম মাত্রায় হয়রানি করাকে আমার মক্কেল একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার দায়িত্বে অবহেলা ও আপনার পদ ও পজিশনের অপব্যবহার বলে মনে করেন।’

আজ মঙ্গলবার (২০ আগস্ট) থেকে ১১ মাস আগে আপনি একটি প্রেস কনফারেন্স করে, গণঅভ্যুত্থানের বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বলেছিলেন— ড. ইউনূসের পক্ষে আপনি কোনও বিবৃতি শুনতে চান না। অথচ গণঅভ্যুথানের বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে তখন বিবৃতি দিয়েছিলেন বিশ্বের আলোচিত সনামধন্য জ্ঞানী আন্তর্জাতিক ব্যক্তিরা।’

নোটিশে আরও বলা হয়, ‘আমার মক্কেল একজন রাষ্ট্রের সচেতন সাধারণ নাগরিক ও ২০২৪ সালের ছাত্র-জনতা গণঅভ্যুত্থান ও অনন্য বিপ্লবের সরাসরি অংশগ্রহণকারী সৈনিক হিসেবে আপনার দায়িত্বে মারাত্মক অবহেলার জন্য আপনার পদত্যাগ দাবি করছেন এবং প্রেস কনফারেন্স করে গণঅভ্যুথানের বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানাচ্ছেন।’

দুদক চেয়ারম্যানকে উদ্দেশ করে নোটিশে বলা হয়, ‘আপনার উল্লিখিত কর্মকাণ্ড সুস্পষ্ট রাষ্ট্রীয় পদের অসদাচরণের শামিল এবং এরকম একটি জন-গুরুত্বপূর্ণ পদের শপথের লঙ্ঘন। দুর্নীতি দমন কমিশনের মতো জায়গায় যথাযথ দায়িত্ব পালনে পেশাগত অবহেলার শামিল— যা দেশের আইনের সুস্পষ্ট লঙঘন ও শান্তিমূলক অপরাধ।’

‘তাই আমার মক্কেল রাষ্ট্রের একজন সচেতন সাধারণ নাগরিক ও সাম্প্রতিক ফ্যাসিস্ট, স্বৈরশাসকের বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও অনন্য বিপ্লবের সরাসরি অংশগ্রহণকারী সৈনিক হিসেবে আপনার দায়িত্বে মারাত্মক অবহেলার জন্য আপনার পদত্যাগ দাবি করছেন এবং প্রেস কনফারেন্স করে গণঅভ্যুথানের বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানাচ্ছেন। অন্যথায়, আপনার বিরুদ্ধে ছাত্র-জনতা যথাপোযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments