Sunday, September 22, 2024
Google search engine
Homeপ্রধান সংবাদরেকর্ড ভাঙ্গা সোনার দাম

রেকর্ড ভাঙ্গা সোনার দাম

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা হবে। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দাম বুধবার (২১ আগস্ট) থেকে কার্যকর হবে। মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছিল ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকায়। অর্থাৎ ভরিতে বাড়লো ১ হাজার ৫১৬ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৮ হাজার ৮৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১ হাজার ৮৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৮৪ হাজার ২১৪ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১ হাজার ২৮৩ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments