Sunday, September 22, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকএবার মাংকিপক্স ভাইরাস শনাক্ত হলো পাকিস্তানে

এবার মাংকিপক্স ভাইরাস শনাক্ত হলো পাকিস্তানে

আফ্রিকার ইউরোপর পর এবার এশিয়ায় মাংকিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করেছে, দেশটিতে এখন পর্যন্ত ৩ জনের দেহে মাংকিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) এই দাবি করেছে উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য অধিদফতর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর ওই তিন ব্যক্তির দেহে ভাইরাস শনাক্ত করা হয়।

পাকিস্তানে আগেও মাংকিপক্সের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে এবার আক্রান্ত রোগীরা এই ভাইরাসটির কোন ধরনে আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক সেলিম খান জানিয়েছেন, রোগীদের মধ্যে দুজনের দেহে মাংকিপক্স ভাইরাস পাওয়া গেছে। আর তৃতীয় ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য রাজধানী ইসলামাবাদে জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। তবে ৩ জনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে মাংকিপক্সের একটি সন্দেহজনক কেস শনাক্ত হয়েছে।

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো থেকে প্রতিবেশি রাষ্ট্রগুলোতে মাংকিপক্স ছড়িয়ে পড়লে বুধবার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পরদিনই সুইডেনে আফ্রিকা ফেরত এক ব্যক্তির দেহে মাংকিপক্স ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments