Saturday, September 21, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকবাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-মুখপাত্র ফারহান হক। বৃহস্পতিবার (৮ আগস্ট) নিউ ইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘নতুন যে সরকার গঠিত হয়েছে, তাদের কাছ থেকে আমরা কী ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব পাই, সেটি আমরা দেখবো। আমরা সরকার ও বাংলাদেশি জনগণের যেকোনও প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত।’

ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ নিয়ে জাতিসংঘের মহাসচিবের কোনও মন্তব্য আছে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘সরকার গঠনে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিয়ে আমাদের যে আশা, সেটি আমরা বলেছি এবং আমরা এই আশা অব্যাহত রাখবো।’

ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হিন্দু ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটেছ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে সহিংসতা ঘটনা ঘটেছিল, সেটি কমে এসেছে।’

ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এখনও কোনও কথা হয়নি। কিন্তু জাতিসংঘের আবাসিক প্রতিনিধি শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments