Saturday, September 21, 2024
Google search engine
Homeপ্রধান সংবাদআগামীকাল খুলছে না দেশের প্রাথমিক বিদ্যালয়

আগামীকাল খুলছে না দেশের প্রাথমিক বিদ্যালয়

আগামীকাল রবিবার (৪ আগস্ট) প্রাথমিক বিদ্যালয় খুলছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ৩১ জুলাই দেশের সব (১২টি) সিটি করপোরেশন এবং নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ৪ আগস্ট রবিবার থেকে চালুর নির্দেশ দেওয়া হয়েছিল।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৭ জুলাই থেকে দেশের আটটি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয় ছাড়াও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণিকার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল।

আর ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয় তাদের অধীনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments