Saturday, September 21, 2024
Google search engine
Homeদেশঢাকাঢাকার আকাশে ফের হেলিকপ্টার, কারণ জানালো র‌্যাব

ঢাকার আকাশে ফের হেলিকপ্টার, কারণ জানালো র‌্যাব

কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা-নাশকতার সময় দিন-রাত অনবরত রাজধানীর আকাশে হেলিকপ্টার  টহল দিতে দেখা গেছে। পরিস্থিতি শান্ত হয়ে এলে কমে আসে এই টহল। তবে আজ সোমবার (২৯ জুলাই) আবার ঢাকার আকাশে র‌্যাবের হেলিকপ্টারের আনাগোনা চোখে পড়ছে। 

এর কারণ জানতে চাইলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবেই র‌্যাবের হেলিকপটার রাজধানীতে উড়ছে। তাছাড়া প্রশিক্ষণের অংশ হিসেবেও হেলিকপ্টার ওড়ে রাজধানীর আকাশে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র‌্যাব দাবি করে, হেলিকপ্টার থেকে কোনও ধরনের গুলি করা হয়নি বা কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলের পথ সুগম করতে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের জানমালের ক্ষতিসাধন ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করার জন্য র‌্যাবের হেলিকপ্টার থেকে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া আকাশ পথে র‌্যাবের হেলিকপ্টার টহল ও উদ্ধারসহ সব কার্যক্রমের ভিডিও চিত্র র‌্যাবের পক্ষ থেকে ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, র‌্যাবের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments