Saturday, September 21, 2024
Google search engine
Homeদেশ৫৩৮ থানার কার্যক্রম চালু হয়েছে সারা দেশে

৫৩৮ থানার কার্যক্রম চালু হয়েছে সারা দেশে

ছাত্র-জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে এরই মধ্যে সারা দেশে বিভিন্ন থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনসহ এখন পর্যন্ত ৫৩৮ থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

শনিবার (১০ আগস্ট) বিকালে পুলিশ সদরদফতর এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শনিবার বিকাল ৩টা পর্যন্ত সারা দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

ফলে এখন আরও ১০১টি থানার কার্যক্রম শুরু হওয়া বাকি। এর মধ্যে মেট্রোপলিটনের কার্যক্রম বাকি ২৬টির, আর জেলার কার্যক্রম বাকি ৭৫টির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments