Saturday, September 21, 2024
Google search engine
Homeদেশসীমান্তে দুই বাংলাদেশিকে আটকের দাবি: বিএসএফ

সীমান্তে দুই বাংলাদেশিকে আটকের দাবি: বিএসএফ

বাংলাদেশের নওগাঁ সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদার হবিবপুর থানাধীন সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীটির অভিযোগ, তারা ভারত থেকে মহিষের বাচ্চা বাংলাদেশে পাচার করছিলেন।

আটক ওই দুই বাংলাদেশি হলেন, মো. সানাউর (৩০) ও এনামুল (১৯)।

বিএসএফ বলছে, সীমান্তে মহিষ পাচার করতে গিয়ে বিএসএফের বাধা পেয়ে হামলা চালায় পাচারকারীরা। পাল্টা জবাব দেয় বিএসএফ জওয়ানরা, এসময় আট রাউন্ড গুলি চালায় তারা। পরে আটক করা হয় দুই বাংলাদেশিকে। এছাড়াও কয়েকজন আহত সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন বলেও দাবি করেছে বাহিনীটি।

হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে ৮৮ নম্বর ব্যাটালিয়নের আগ্রা হরিশ্চন্দ্রপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এসময় মহিষের চারটি বাচ্চা উদ্ধারের কথাও জানায় বিএসএফ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments