Saturday, September 21, 2024
Google search engine
Homeদেশখুলনাসাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত ও আহতদের পরিবারের মাঝে বিজিপির অর্থ সহায়তা...

সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত ও আহতদের পরিবারের মাঝে বিজিপির অর্থ সহায়তা প্রদান

মেহেদী হাসান মারুফ (সাতক্ষীরা প্রতিনিধি): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তিন পরিবারের মাঝে সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন বিজিপির পক্ষ থেকে নগদ অর্থ ও সহাতা প্রদান করা হয়েছে।

রোবিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন, বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জামাতের আমীর শাহাদাত হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাহমুদ আলম এর পুত্র নিহত মৃত আসিফ হোসেন, সাতক্ষীরায় আন্দোলনকালীন সময়ে আহত আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের আমজাদ আলী সরদারের পুত্র মোঃ আমান উল্লাহ ও সদর উপজেলার পাঁচরকি এলাকার আব্দুল খালেক সরদারের পুত্র জিল্লুর রহমানকে এসময় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এ সময় এঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments