Saturday, September 21, 2024
Google search engine
Homeদেশশেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বরগুনায় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বরগুনায় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে বরগুনায় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একইসঙ্গে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন তারা।

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব মৃধা, আব্বাস হোসেন মন্টু, মনিরুজ্জামান নশা, সুনম দেবনাথ, জেলা শ্রমিক লীগের সভাপতি মনিরুজামান জামাল এবং যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি আবারও স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে। নিরীহ শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে আন্দোলনে নামিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করেছে। আমরা নেত্রীকে যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে আনবো।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বলেন, ‘একটি চক্র বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। এর প্রতিবাদে মাঠে নেমেছি আমরা। আওয়ামী লীগ শক্তিশালী একটি দল। এটি শেষ হওয়ার মতো নয়। লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো আমরা।’

এর আগে শুক্রবার বিকালে বরগুনা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. অলিউল্লাহ অলির নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে শেখ রাসেল স্কয়ারে সমাবেশে অলিউল্লাহ অলি বলেন, ‘যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের নীলনকশা ও ষড়যন্ত্রের কারণে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আজ আবারও আমরা ঐক্যবদ্ধ হয়েছি। শেখ হাসিনা যত দিন দেশে ফিরে না আসবেন, তত দিন আমাদের এই সংগ্রাম চলবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments