Saturday, September 21, 2024
Google search engine
Homeজাতীয়শীঘ্রই থানার কার্যক্রম শুরু করবে পুলিশ

শীঘ্রই থানার কার্যক্রম শুরু করবে পুলিশ

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মো. আব্দুল্লাহেল বাকী বলেছেন, ‘পুলিশ ২৪ ঘণ্টাই জনসাধারণের সেবায় নিযুক্ত সংস্থা। পুলিশ কখনও কর্মবিরতিতে যেতে পারে না।’ বর্তমান পরিস্থিতি দ্রুত মোকাবিলা করে দ্রুত সময়ের মধ্যে তারা থানা ও পুলিশের কার্যক্রম শুরু করে জনগণের সেবায় কাজ করবেন বলেও জানান তিনি।

বুধবার (৭ আগস্ট) দুপুরে পল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আব্দুল্লাহেল বাকী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। তবে হাসিনার সরকার ও তার দলীয় রাজনৈতিক রোষানলে পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল। পুলিশকে দিয়ে মানুষের ওপর নির্যাতন ও অন্যায় কাজ করা হয়েছিল। সেই সময় আর আসতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘হাসিনা সরকারের সময়ে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছে। যার ফলে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ অনৈতিক কাজ করতে বাধ্য ছিল। তারাই গতকাল কর্মবিরতির ঘোষণা দিয়েছে। তবে পুলিশ কখনও কর্মবিরতিতে যেতে পারে না। এটা পুলিশের ইতিহাসে এই প্রথম। আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করছি। দ্রুত সময়ে আমাদের কার্যক্রম শুরু করে জনগণের সেবায় কাজ শুরু করবো।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি পুলিশ পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, ‘বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রাচীনতম সংগঠন। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এ সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা সবাই অবগত আছেন যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জন মানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছে। যেসব পুলিশ সদস্য খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারা প্রায় সকলেই আজ গা ঢাকা দিয়ে আছে।’

নিরীহ-নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘এই ক্রান্তিলগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশকিছু সংখ্যক সদস্য ৬ আগস্ট সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হই। সমিতির বর্তমান কার্যনিবাহী কমিটির সদস্যদের সঙ্গে বহু চেষ্টা করেও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এমতাবস্থায় সহজেই অনুমিত হয় যে, পতিত স্বৈরাচারের দোসর হিসেবে জনরোষ এড়াতে তারা আত্মগোপন করেছেন। তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের নিকট সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে পূর্বের কার্যনিবাহী কমিটি বিলুপ্ত করে ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।’

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকীকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে উল্লেখ করে আরও বলা হয়, বর্তমান সমিতির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম পরিচালিত হবে। সমিতির সদস্যরা গভীর উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করেছে যে, বিলুপ্ত কমিটির পক্ষ থেকে একটি অস্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা ইতিমধ্যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে সব পুলিশ সদস্যদের ৬ আগস্ট হতে দেশব্যাপী অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি করার ঘোষণা প্রদান করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনিবাহী কমিটি মনে করে, এমন কর্মবিরতি আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে। পুলিশ জনগণের সেবক। দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত। আমরা এমন দায়িত্ব-জ্ঞানবর্জিত কাজ সম্পূর্ণরূপে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি। নতুন বিজয়ের এ আনন্দ যাতে কোনোভাবেই ম্লান না হয় সেদিকে সকলের সতর্ক দৃষ্টি আকর্ষণপূর্বক জন আকাঙ্ক্ষার সাথে সংগতি রেখে স্ব-স্ব দায়িত্ব পালন করার জন্য অধস্তন সব পুলিশ সদস্যদের উদাত্ত আহ্বান করা যাচ্ছে।

নিরীহ, নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের রক্ষায় সর্বস্তরের জনগণকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য স্ব-নির্বন্ধ অনুরোধ জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করি, শিগগিরই বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনবান্ধব নতুন পুলিশ নেতৃত্ব নবযাত্রা শুরু করে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। আমরা আরও ঘোষণা করছি যে, গণধিকৃত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments