Sunday, September 22, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকরুশের হামলায় বিধ্বস্ত ইউক্রেনের আবাসিক ভবন, আহত ১২

রুশের হামলায় বিধ্বস্ত ইউক্রেনের আবাসিক ভবন, আহত ১২

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারের (২১ সেপ্টেম্বর) এই হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ভবনের অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শহরটির মেয়র ইহোর তেরেখোভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়া একটি ‘গাইডেড বোমা’ ব্যবহার করেছিল। ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হামলাস্থলে উদ্ধারকর্মীরা সক্রিয় আছেন বলেও তিনি জানিয়েছেন।

খারকিভ রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরুর পর থেকেই মস্কোর প্রায় নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আছে শহরটি।

স্থানীয় সম্প্রচারমাধ্যম সাসপিলনে জানিয়েছে, ভবনের একটি প্রবেশদ্বারের নিকটবর্তী গাছের ওপর বোমাটি পতিত হয়। এতে আশেপাশের বেশকিছু গাড়িতে আগুন ধরে যায় এবং কয়েকটি বিস্ফোরিত হয়।
আঞ্চলিক গভর্নর ওলেহ সাইনিয়েহুবোভ বলেছেন, আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। শহরে মূলত দুটি হামলা হয়েছে বলে তিনি জানান। এছাড়াও খারকিভের দক্ষিণ-পূর্বের ইযিউম শহরে হওয়া অপর এক হামলায় দুটি বাড়িতে আগুন ধরে গেছে।

এর আগে শুক্রবার, খারকিভে রুশ বাহিনীর চালানো তিন হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

গভর্নর আরও জানিয়েছেন, শনিবার দক্ষিণের শহর নিকোপোলে চালানো ড্রোন হামলায় ২ জন প্রাণ হারিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments