Saturday, September 21, 2024
Google search engine
Homeদেশরাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী ফায়ার সার্ভিসের মোড় এবং রাজাবাড়িহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গোদাগাড়ী উপজেলার নাজিরপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা খাতুন (৫০), গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার তাজিমুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৫০) এবং বুজরুকপাড়া মহল্লার মিলন আলী (৩৮)। তাদের মধ্যে মনিরুল একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তার অটোরিকশার যাত্রী ছিলেন মিলন।

পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মর্জিনা খাতুন। রাজাবাড়িহাট এলাকায় একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড়ে অটোরিকশা নিয়ে মহাসড়কে উঠছিলেন মনিরুল ইসলাম। সে সময় একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালক মনিরুল ও যাত্রী মিলন ঘটনাস্থলেই নিহত হন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে। মর্জিনা খাতুনের মৃত্যুর ঘটনাতেও থানায় আলাদা আরেকটি মামলার প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments