Saturday, September 21, 2024
Google search engine
Homeখেলামেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা

মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা

আগামী সেপ্টেম্বরে আর্জেন্টিনা বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে। সোমবার এজন্য দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে লিওনেল স্কালোনির দলে নেই লিওনেল মেসি।

ধারণা করা হচ্ছিল, সেপ্টেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু গোড়ালির চোটের কারণে তার মাঠে ফেরার অপেক্ষা বাড়লো।

গত ১৬ জুলাই কোপা আমেরিকার ফাইনালের পর থেকে মাঠের বাইরে মেসি। কলম্বিয়ার বিপক্ষে ওই ম্যাচে ৬৬ মিনিট খেলে পায়ের অসহ্য যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন তিনি। বেঞ্চে তার কান্নার ছবি হয়েছিল ভাইরাল।

কোনও ধরনের অস্ত্রোপচার করাননি মেসি। তাতে করে সেরে উঠতে দীর্ঘ সময় লাগছে। এখন পর্যন্ত ইন্টার মায়ামিতেও যোগ দিতে পারেননি। তিনি কবে ফিরবেন, সেটাও স্পষ্ট নয়। স্কালোনি দল ঘোষণার পর নিশ্চিত হওয়া গেলো, সেপ্টেম্বরেও ফিরছেন না আটবারের ব্যালন ডি’অর জয়ী।

গত কোপা আমেরিকা শেষে অবসর নেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়া প্রত্যাশিতভাবে দলে নেই। এবারও স্কালোনি ডাকেননি পাওলো দিবালাকে। ২৮ জনের দলে ফেরানো হয়েছে এনজো ফের্নান্দেজ ও জুলিয়ান আলভারেজকে।

আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর।

আর্জেন্টিনার অর্জন ১৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে তারা।

আর্জেন্টিনা স্কোয়াড: ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেল্লা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, জিওভান্নি লু সেলসো, এজিকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গনসালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সোলে, গিউলিয়ানো সিমিওনে, ভ্যালেন্তিন কারবোনি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভ্যালেন্তিন কাস্তেল্লানোস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments